নিজস্ব প্রতিবেদকঃ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের ছায়া হয়ে ছিলেন খালেদ মাহমুদ সুজন। কোথাও তার খুব বেশি সম্পৃক্ততা ছিল না বলেই সেসময় জানিয়েছিলেন তিনি। এমনকী টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও তার বনিবনা না হওয়ার গুঞ্জন ছিল। এবার জানালেন বিশ্বকাপ দলে থাকাকালীন সময়ে সম্মানটুকুও পাননি।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমি তো ক্রিকেট পছন্দ করি। এতগুলো ট্যুর করার পর আমার কাজটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই দায়িত্বে রাখার কোন মানে হয় না। আমি তো বাংলাদেশ দলের সঙ্গে ঘুরতে যাই না। আমি বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ঘুরার কোনো ইচ্ছাই নাই আমার। হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে।’
এসময় বিসিবি সভাপতির কাছে সুজন অনুরোধ করেন তাকে যেন নতুন করে কোনো দায়িত্ব দেয়া না হয়। বিসিবি বস অনুরোধ করলেও জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও মন্তব্য করেন আবাহনী কোচ। তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post