স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশী কেউ নয়, নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহকারী কোচ হিসেবে নিক পোথাসকে নিয়োগ দিয়েছে।
৪৯ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই ক্রিকেটার ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু করবেন। ক্রিকেট বোর্ড আপাতত তার সাথে দুই বছরের চুক্তি করেছে।
জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া নিক পোথাস এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এক দশকেরও বেশি সময় থেকে তিনি কোচিং পেশায় আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কোচ প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ২১৮ ম্যাচ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৪৩৮ রানের সঙ্গে আছে ৪৫টি হাফ সেঞ্চুরি ও ৬১টি হাফ সেঞ্চুরি।
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নিক পোথাস। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি আমাদের সামেন রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০