Home ক্রিকেট দেশের ক্রিকেট হাথুরুসিংহে এখন ঢাকায়

হাথুরুসিংহে এখন ঢাকায়

0
42

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের তিন সংস্করণের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ ঢাকায় আসলেন চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে রাত সাড়ে ১০টায় বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। পরের দিন (মঙ্গলবার) থেকে ব্যস্ত হবেন কোচ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় পৌঁছান হাথুরু। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন এই লঙ্কান। এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরু। ২০১৭ সালে চুক্তির মাঝপথে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য দেখে বাংলাদেশ। এবার ভারতে ওয়ানডে বিশ্বকাপের বছরে এই কোচকে ফেরাল বিসিবি।

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরু। পরদিন থেকে মাঠে দেখা যাবে তাঁকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুরে একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন তিনি। এই ম্যাচের পর ইংল্যান্ড সিরিজের ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে যুক্ত হবেন আরও একজন।

হাথুরুর কোচিংয়ে তিন সংস্করণে ১০২ ম্যাচ খেলে ৪১টি জেতে বাংলাদেশ, হারে ৫১ ম্যাচে। তাঁর প্রথম দফার দায়িত্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের সাফল্য ছিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here