নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হংকংয়ের ফাউলের পর ১২ মিনিটে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। ডি বক্সের বাঁপ্রান্তে থেকে সেই ফ্রি কিকে সরাসরি বল জালে জড়ান ইংল্যান্ডের লিগে খেলা এই ফুটবলার।
ম্যাচের শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়া এভং শোমিত সোমকে রাখেন নি বাংলাদেশ কোচ হাবিয়ের ক্যাবরেরা। শেখ মোরসালিন এবং জামাল আছেন শুরুর একাদশে। নেতৃত্বের আর্মব্যান্ড আছে সোহেল রানার বাহুতে। গোলপোস্টের নিচে আছেন মিতুল মারমা। রক্ষণের দুই সেন্টার ব্যাক—কাজী তারিক রায়হান ও শাকিল আহাদ তপু। তপু বর্মণ সেন্টারব্যাক পজিশনে প্রথম পছন্দ ছিলেন। কিন্তু চোটের কারণে বসুন্ধরা কিংসের ডিফেন্ডারকে বেঞ্চে রাখেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ। লেফট ব্যাক পজিশনে ছিলেন সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তার সহোদর তাজ উদ্দিনকে রেখেছেন কাবরেরা। গত ১০ জুন ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের একাদশ থেকে হংকং ম্যাচের একাদশে ৫ পরিবর্তন। তপু বর্মণ, সামিত, কাজেম, ফাহমিদুল ইসলাম ও মোহাম্মদ হৃদয় নেই।
বাংলাদেশ একাদশঃ মিতুল মারমা, সাদ উদ্দিন, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000
বিস্তারিত আসছে…