স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল। এই সিরিজের পাঁচ ম্যাচের তিনটি হবে দিনের আলোতে। তিনটি ম্যাচ হবে রাতে কৃত্তিম আলোয়। চলতি বছরেই বাংলাদেশে আইসিসির নারীদের টি-২০ বিশ্বকাপ অনুষ্টিত হবে। এই সফরে ভারতীয় দল পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হারমানপ্রিত কৌরকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। দেশটির ঘরোয়া লিগ উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েই দলে জায়গা করে নিয়েছেন এ দুজন।
মঙ্গলবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৬ সদস্যের দল প্রকাশ করেছে। আগামি ২৩ এপ্রিল ঢাকায় আসবে ভারত। সেদিনই সিরিজের দুই ভেন্যু সিলেটে আসবে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট ক্রিকেট গ্রাউন্ড দুইয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি অনুষ্টিত হবে।
সিলেট আনর্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের তিনটিই হবে ফ্লাড লাইটে। সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে। গ্রাউন্ড দুইয়ের ম্যাচগুলো হবে দিনের আলোতে দুপুরে।
ভারত স্কোয়াড: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যশতিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post