স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরাল স্বাগতিক ভারত। আজ বিশাখাপত্মমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল রোহিত শর্মার দল। হায়দারাবাদে সিরিজের প্রথম টেস্ট ২৮ রানে জিতেছিল ইংলিশরা।
তৃতীয় দিনের শেষ বেলায় ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের শেষে বেন ডাকেটের উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে জয়ের জন্য দরকার ছিল আরও ৩৩২ রান। হাতে ছিল ৯ উইকেট। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। ওপেনার জ্যাক ক্রাওলি দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। ভারতের পক্ষে জাসপ্রীত বুমরাহ ১৭.২ ওভারে ৪৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। ১৮ ওভারে ৭২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিনও।
ম্যাচ হারলেও ইংলিশ অধিনায়ক স্টোকস বললেন, দলের খেলার ধরনে তিনি সন্তুষ্ট। স্টোকস বলেন, ‘সবশেষ ইনিংসের কথা বললে, নিজেদের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে এই রান তাড়া করে জিততে পারব। আমরা যেভাবে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করি, তা হলো, আমাদের কী করতে হবে এবং জয়ের জন্য কত রান প্রয়োজন, তা মাথায় রেখে চেষ্টা করা এবং লক্ষ্যে পৌঁছানো।’
স্টোকস আরও বলেন, ‘এই ধরনের মুহূর্তে, যখন ম্যাচের স্কোরবোর্ডের একটি চাপ থাকে, অনেক রান তাড়া করতে হয়; সেখানেই কাজে আসে প্রক্রিয়া ও খেলার। আমরা জানি, এসব মুহূর্তেই আমরা ব্যক্তিগত নিজের সেরাটা বের করে আনি এবং সত্যিই সেটা আসে। আমার মনে হয়, যেভাবে আমরা নিজেদের প্রয়োগ করেছি এবং ভারতের বোলিং আক্রমণকে খুব চাপে ফেলার চেষ্টা করেছি, সেটা ছিল দুর্দান্ত। দুর্ভাগ্যবশত, ফলাফল আমাদের পক্ষে আসেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post