স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের হোয়াইটওয়াশের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয় টেস্ট জিততে টাইগারদের করতে হবে ১৮৫ রান। আজ (সোমবার) ম্যাচের চতুর্থদিনে স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে গেছে ১৭২ রানে। টাইগার পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট।
সোমবার ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন স্বাগতিকদের লিড ছিল ১২ রানের। দিনের শুরুতে দেখেশুনে ব্যাটিং করে ৩৮ রানের জুটি করেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাসকিন আহমেদ সাইমকে ফেরালে জুটি ভাঙে। ডানহাতি পেসারের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
নাহিদ রানা শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান। এরপর তিনি বাবরের উইকেটও তুলে নেন। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)। সৌদ শাকিলকে্ব সাজঘরের পথ দেখান রানা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের সহ-অধিনায়ক। ৮১ রানেই ৬ উইকেট হারায় শান মাসুদের দল। এরপর পাকিস্তানকে টেনে নেন মোহাম্মদ রিজওয়ান। সালমান আলি আগাকে নিয়ে ৫০ রানের জুটি করেন তিনি। তবে ফিফটির দিকে (৭৩ বলে ৪৩) ছুটতে থাকা রিজওয়ানকে লিটনের ক্যাচ বানান হাসান মাহমুদ। পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ আলিকে (১ বলে ০) শান্তর তালুতে বন্দি করেন টাইগার পেসার। আবরার আহমেদকে (১২ বলে ২) ইনিংসের চতুর্থ শিকার বানান রানা। আর মীর হামজাকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করেন হাসান। আরেক পেসার নাহিদ রানা শিকার করেন ৪ উইকেট। বাকি ১ উইকেট নেন তাসকিন আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০