স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য বুধবার ঘোষিত একাদশে নেই জিমি অ্যান্ডারসন, জশ টাং ও ওলি পোপ। তাদের জায়গায় সুযোগ পেয়েছে ক্রিস ওকস-মঈন আলী ও মার্ক উড।
হেডিংলি টেস্টের একাদশ ঘোষণার পর ইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান্ডারসন-টাং দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। কাঁধের চোটে পোপের অ্যাশেজ শেষ হয়ে যাওয়ার খবর এসেছে আগেই। চলতি অ্যাশেজে অ্যান্ডারসন বল হাতে নজর কাড়তে পারেন নি। অ্যাজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি অভিজ্ঞ এই বোলার।
লর্ডসের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান খরচ করে আরও ১টি উইকেট নিতে পারেন তিনি। দুই টেস্টের ৪ ইনিংসে বল করে সাকুল্যে ৩টি উইকেট নেন অ্যান্ডারসন। ছন্দে না থাকা জিমি যে হেডিংলে টেস্ট থেকে বাদ পড়তে পারেন, সেই আশঙ্কা করাই হচ্ছিল। শেষমেশ সত্যি হলো তা। যদিও ইসিবি জানিয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।
এদিকে চলতি অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম টেস্টে তারা অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হারে। পরে লর্ডসে দ্বিতীয় টেস্টে অজিদের কাছে ইংলিশরা হার মানে ৪৩ রানের ব্যবধানে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া হেডিংলি টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া করবে বেন স্টোকসের দল।
ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, মার্ক উড, ওলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০