স্পোর্টস ডেস্কঃ শরীফুল ইসলামের চোট রাওয়ালপিন্ডিতে তাসকিন আহমেদের দরজা খুলে দেয়। ক্রিকেট অভিজাত সংস্করণে ফেরেন ১৪ মাস পর। সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। এবার প্রত্যাবর্তনে ইনিংস জুড়ে দারুণ বল করে ৫৭ রানে নেন ৩ উইকেট। পাকিস্তানের প্রথম ইনিংস ২৭৪ রানে আটকে রাখতে বড় অবদান তাসকিনের।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ফেরার আনন্দ আর দলের অবস্থায় স্বস্তি প্রকাশ করেন ২৯ পেরুনো পেসার, ‘প্রায় দেড় বছর পর লাল বলে ফেরাটা দারুণ। আমি উপভোগ করেছি, কিছুটা সংগ্রামও করেছি। আমার মনে হয় পরের ইনিংসে ঠিক হয়ে যাবে। কিছুটা মানিয়ে নিতে হয়েছে। আমরা তাদের অল্প রানে আটকাতে পেরেছি। আমি খুব আশাবাদী (ভালো ফলের ব্যাপারে)।’
দিনের শুরুতে আব্দুল্লাহ শফিককে প্রথম পাঁচ বল আউটস্যুয়িংয়ে বিভ্রান্ত করে শেষ বল ভেতরে ঢুকিয়ে তাসকিন করেন বোল্ড। পরে নেন সাউদ শাকিল ও আগা সালমানের উইকেট। তবে শফিকের উইকেটটাই তার কাছে স্পেশাল, ‘এই উইকেটটা সত্যিই খুব উপভোগ্য ছিলো। আমি প্রথম পাঁচ বলে আউটস্যুয়িং করিয়ে তাকে সেটআপ করেছিলাম। তারপর পরিকল্পনা করেই ৬ষ্ঠ বলটা ভেতরে ঢুকাই। এই কারণেই উইকেটটা পেয়ে সত্যিই খুশি। অনেক সময় এগুলো করে উইকেট পাব না, তবে প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০