স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে পাকিস্তান। ১৮ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। তারপর তারা উড়াল দেবেন আয়ারল্যান্ডে। সেখানে দু’দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
এই সংস্করণে এখন পর্যন্ত কেবল একবারই দেখা হয়েছে আয়ারল্যান্ড-পাকিস্তানের। ২০০৯ সালের জুনে ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল ৩৯ রানে।পাকিস্তান সবশেষ আয়ারল্যান্ড সফর করেছিল ২০১৮ সালের মে মাসে, খেলেছিল আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে। তারপর কোনো সংস্করণেই আর দেখা হয়নি দল দুটির। ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে পাকিস্তানের দুটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে স্থগিত হয় ওই সিরিজ।
আগামী ১০, ১২ ও ১৪ মে ডাবলিনে হবে আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে বেছে নিয়েছে দুই দেশ। এই সিরিজ শেষ করেই বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা পাড়ি জমাবে ইংল্যান্ডে। পূর্ব নির্ধারিত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা ইংলিশদের বিপক্ষে লড়বে।
ইংল্যান্ড ও পাকিস্তান সিরিজ আগামী ২২, ২৫, ২৮ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। চারটি ভিন্ন ভেন্যু লিডস, বার্মিংহাম, কার্ডিফ ও লন্ডনে মুখোমুখি হবে দুদল। এদিকে আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ক্যাম্পে অবসর ভেঙে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটাররা কঠোর অনুশীলনের মধ্যে আছেন বলে জানা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post