স্পোর্টস ডেস্ক:: কলকাতা নাইট রাইডার্স শিবির প্রায় ১৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলো। ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০৮ সালে সবশেষ সেঞ্চুরি করে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার সেঞ্চুরি করলেন ভেস্কেটেশ আয়ার। এই সেঞ্চুরিয়ানের ব্যাটে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮৫ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স।
১৮৬ রানের টার্গেটে ব্যাট করবে মুম্বাই।
আগে ব্যাট করতে নামা কলকাতা আয়াররের সেঞ্চুরির সঙ্গে আন্দ্রে রাসেলের ছোট ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তুলতে সমর্থ হয়। শতক হাঁকানো আয়ার থেমেছেন ১০৪ রানে। ৫১ বলের ইনিংসে ছয় চার ও নয় ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৮ বলে ১৮ রান করেছেন রিংকু সিং। তিন চার ও এক ছক্কায় ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকেছেন আন্দ্রে রাসেল।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক সুকেন ২টি উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোটৃসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post