১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে এসি মিলান

0
77

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠেছে এসি মিলান। ১৬ বছর পর টুর্নামেন্টটির শেষ চার নিশ্চিত করেছে দলটি। এর আগে ২০০৭ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল খেলেছিল মিলান জায়ান্টরা। সেই বছর শিরোপাও জিতেছিল দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে নাপোলির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলের জয় পায় এসি মিলান। এরপর দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে দলটি ১-১ গোলে ড্র করে ম্যাচ। আর এতেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে পা রাখে মিলান।

নাপোলির ঘরের মাঠে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মিলানকে চাপে রাখে স্বাগতিকরা। যদিও ২২তম মিনিটে স্রোতের বিপরীতে ফুটবল খেলে নিজেদের ডি-বক্সের ভেতর ফাউল করে অতিথিদের পেনাল্টি উপহার দেয় নাপোলি। তবে সেখান থেকে গোল কর‍তে পারেননি মিলানের তারকা ফরোয়ার্ড অলিভিয়ার জিরুড।

যদিও এই জিরুডই ডেডলক ভাঙেন ম্যাচের ৪৩তম মিনিটে। ফরাসি তারকা গোল করে ম্যাচে এগিয়ে নেন দলকে। এই গোল পরিশোধ করতে দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে সুবর্ণ সুযোগ পায় নাপোলি। মিলানের ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা। তবে খিভচার সেখান থেকে গোল করতে পারেননি, সহজ সুযোগ মিস করেন।

গোল পেতে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় নাপোলিকে। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন দলের হয়ে ভিক্টর। আর এই গোলেই দুই দল ১-১ সমতায় মাঠ ছাড়ে। এতেই বিদায়ের ঘন্টা বাজে নাপোলির। অপরদিকে সেমি ফাইনাল নিশ্চিত করে এসি মিলান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here