২০৩৪ বিশ্বকাপ হবে সৌদি আরবে

0
31

স্পোর্টস ডেস্কঃ ২০৩০ শতবর্ষীয় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল সৌদি আরব। পরে অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। ২০৩০ বিশ্বকাপ আয়োজনে পরে তারা আর বিড করেনি। তবে ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবেই হতে যাচ্ছে।

২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুটি দেশ। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। কিন্তু ফিফা নির্ধারিত আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।যার ফলে, এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ সৌদি আরব।

প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১ বছর পরের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’

২০২৬ বিশ্বকাপ হবে উত্তর আমেরিকা মহাদেশের তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। আর ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। তবে প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে দক্ষিণ আমেরিকা মহাদেশে হওয়াতে কিছু ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here