স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের সুপার ফোরের ম্যাচে মাঠে নেমেছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে রোহিত শর্মার দল। তবে খুব একটা স্বস্তিতে নেই তারা। ২০ বছরের তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের স্পিন ফাঁদে পড়ে একে একে ফিরে গেছেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার শুভমান গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা আগ্রাসী করেছিল ভারত। ১১.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকে আসে ৮০ রান। এরপর গিলকে বোল্ড আউট করে ফিরিয়ে লঙ্কানদের ব্রেক থ্রু এনে দেন ওয়েল্লালাগে। আউট হওয়ার আগে ২৫ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান করেন গিল।
এরপর উইকেটে এসে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। আগের দিন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও, এদিন ব্যর্থ হন তিনি। সেই ওয়েল্লালাগের স্পিন ফাঁদে পড়ে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি।
এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে চলে রোহিতও বোল্ড আউট হন সেই ওয়েল্লালাগের বলে। আউট হওয়ার আগে অবশ্য তিনি ফিফটি তুলে নেন ব্যক্তিগতভাবে। ৪৮ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ রান করেন ভারত অধিনায়ক। একইসাথে ক্রিকেট ইতিহাসের ১৫ ও ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
বিনা উইকেটে ৭৯ রান থেকে ৯১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বিপদে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা করছেন এখন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। দুজনে মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত দলের সবশেষ সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান। রাহুল ৩৪ ও কিষাণ অপরাজিত আছেন ১৯ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা