স্পোর্টস ডেস্কঃ ব্রিসবেনের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জন্ম দিয়েছে উইন্ডিজ। আনকোরা তরুণ পেসার শামার জোসেফের আগুনঝরা বোলিংয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ক্যারিবিয়ানরা। এমন অবিশ্বাস্য জয়ের পর প্রশংসায় ভাসছেন তারা।
এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে তাদের ঐতিহাসিক জয়ের নায়ক শামার। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো সফরকারীরা। এই জয়ের মাধ্যমে ১৯৯২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারও এড়াতে পারল ক্রেইগ ব্রাথওয়েটের দল। অ্যাডিলেডে প্রথম টেস্ট তিনদিনে ১০ উইকেটে হেরেছিল তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে নিজেকে গর্বিত মনে করছেন ব্র্যাথওয়েট। ম্যাচ শেষে এই ক্যারিবিয়ান তারকা বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিততে পেরেছি। এটি উইন্ডিজের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু। এটি অনেক কিছু বহন করে, কারন এখানে টেস্ট জিতেছি অনেক বছর হয়েছে। সবার প্রতি আমার বার্তা হলো, এখান থেকেই শুরু। আমরা এটি উপভোগ করছি, এটি চালিয়ে যেতে হবে। আমি অনেক বেশি গর্বিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post