স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার পাহাড়সম লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দরকার ছিল শক্ত ভিত। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলে তানজিদ হাসানের বিদায়ে ভাঙল ৩০ রানের উদ্বোধনী জুটি। আগের ম্যাচে ফিফটি হাঁকানো এই বাঁহাতি আজ ইনিংস বড় করতে পারলেন না। অন সাইডে থাকা মার্কো ইয়ানসেনের শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে পরাস্ত হলেন তানজিদ। তার গ্লাভসে লেগে বল জমা পড়ল উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেনের হাতে। ১৭ বলে ১ চারে তার রান ১২।
তানজিদের পর দ্বিতীয় বলে ইয়ানসেন শিকার করেন নাজমুল হোসেন শান্তকে। গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিলেন বাঁহাতি এই ব্যাটার। এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো প্রথম বলেই আউট হলেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। লেগ স্টাম্পে থাকা নির্বিষ প্রকৃতির একটি ডেলিভারি ফ্লিক করেছিলেন শান্ত। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হলো না ঠিকঠাক। টানা দ্বিতীয় ক্যাচ লুফে নিলেন উইকেটের পেছনে থাকা ক্লাসেন।
শান্তর পর অধিনায়ক সাকিব আল হাসানও বিদায় নেন। দলের বিপর্যয়ে ত্রাতা হতে পারলেন না তিনি। বরং তিনি সাজঘরে ফেরায় বিপদ আরও বাড়ল। পেসার লিজাড উইলিয়ামসের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় ব্যর্থ হন সাকিব। ব্যাটের কানায় লেগে তা চলে যায় প্রথম স্লিপের দিকে। বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন ক্লাসেন। ম্যাচে তৃতীয় ক্যাচ নিলেন তিনি। দলীয় ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। উইকেটে এখন লিটন দাসের সঙ্গী মুশফিকুর রহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post