স্পোর্টস ডেস্কঃ চেন্নাইয়ে প্রথম টেস্টের শুরুর দুই সেশনে ভারতের ৬টি উইকেট নিয়ে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। চা বিরতির আগে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৬। দ্বিতীয় সেশনে ২৫ ওভারের খেলা হয়েছে। এর আগে প্রথম সেশনে হয় ২৩ ওভার। তবে দিনের তৃতীয় সেশনে এসে সব আলো কেড়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
শেষ সেশনে অশ্বিন ও জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।
এর আগে চেন্নাইয়ে সকালের শুরুটা দারুণভাবে করে বাংলাদেশের পেসাররা। টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে ১০ বলে ৬ রান করা রোহিতকে ফেরান হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে।
ইনিংসের অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান। এই আউটটার দায় অবশ্য গিলের নিজের। হাসানের বলটি গিলের পায়ের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। গিল ব্যাট চালিয়েছিলেন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি গিল। এরপর হাসান ফেরান বিরাট কোহলিকে। হাসানের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। ৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। তবে এরপর দলের হাল ধরেন পান্ত এবং জয়সওয়াল। মধ্যাহ্ন বিরতির পর সেই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান পান্তকে।
পঞ্চম উইকেট জুটিতে গলার কাটা হয়ে আটকে যান জয়সওয়াল এবং কেএল রাহুল। এই জুটিতে ৪৮ রান যোগ করে বেশ গুছিয়ে নেয় ভারত। অবশেষে জুটি ভাঙেন নাহিদ রানা। দলীয় ১৪৪ রানের মাথায় নাহিদের বলে স্লিপে সাদমানের হাতে ধরা পড়েন জয়সওয়াল। ভারতের ইনিংস ওপেন করতে নামা এই ব্যাটার ১১৮ বলে ৯ চারে ৫৬ রান করেন। জয়সওয়ালের বিদায়ের পর কেএল রাহুলও সাজঘরের পথ ধরেন। পরের ওভারে তাকে ফেরান মিরাজ। ৫২ বলে ১৬ রান করেন তিনি। দিনের প্রথম দুই সেশনে পতন হওয়া ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন হাসান, ১টি করে নাহিদ ও মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০