স্পোর্টস ডেস্ক:: সৌদী আরবে নেইমারের অধ্যায় শেষ। প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন ব্রাজিলিয়ান তারকা। আর সেজন্য তাকে ছেড়ে দিতে হয়েছে প্রায় তিন কোটি ডলার। চুক্তি অনুযায়ী আল হিলাল থেকে নেইমার পাবেন ৬ কোটি ৫০ লাখ ডলার।
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছেন তিনি। সেজন্য অর্ধেক টাকা ছেড়ে দিতে হবে তাকে। ক্ষতিপূরণ হিসেবে নেইমারের চুক্তির বাকী টাকাটা দেবে না আল হিলাল। দুই পক্ষ সমঝোতা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু দিন থেকে সৌদী আরবে নেইমারের ভবিষ্যত নিয়ে আলোচনা হচ্ছিলো। তিনি থাকবেন নাকি ক্লাব ছাড়বেন এ নিয়ে ছিলো গুঞ্জন। অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত।
আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গ চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করায় নেইমার এখন তার পুরনো ক্লাব সান্তােসে ফিরে যেতে পারবেন। ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন গেল রোববার জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার।
সান্তােসের সঙ্গে প্রাথমিক ভাবে ছয় মাসের চুক্তি হলেও ভবিষ্যতে সেটি নবায়ন করা যাবে। দুই পক্ষ পরবর্তীতে আর দেড় বছর চুক্তি নবায়নের সুযেগা রাখছে এবারের চুক্তিতে। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইএসপিএন।
ব্রাজিলের সুপার স্টার ২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালের সঙ্গে চুক্তি করেন। কিন্তুু আল হিলালে গিয়েই চোটে পড়েন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একটানা এক বছর মাঠের বাইরেই ছিলেন তিনি। ফেরার পর দুই ম্যাচ না খেলতেই আবারও ইনজু্রিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়বার চোটে পড়ে আর মাঠে নামতে পারেননি। এবার ক্লাবই ছেড়ে দিলেন।
প্রো লিগের ক্লাবটি বড় আশা করে নিয়েছিলো নেইমারকে। তবে তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। আল হিলালের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলেন নেইমার। এসব ম্যাচে গোল করেন মাত্র ১টি। সেটি ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০