স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে উইন্ডিজ দল। আগেই ঘোষণা করা হয়েছে টেস্ট দল। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা করে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তিন বছর পর সাদা বলের দলে জায়গা করে নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
ওয়ানডে দলে রাখা হয়েছে এই তারকা পেসারকে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার সুবাধেই রঙিন পোশাকে ডাকা হয়েছে গ্যাব্রিয়েলকে। এদিকে মেডিকেল ছাড়পত্র পেয়ে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ওবেদ ম্যাকয়কে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ দিয়েই তিন ফরম্যাটে তিন অধিনায়ক নীতিতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। টেস্টে ক্রেইগ ব্র্যাথওয়েট, ওয়ানডেতে শাই হোপ ও টি-টোয়েন্টিতে রোভম্যান পাওয়েল নেতৃত্ব দিবেন ক্যারিবিয়ানদের। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে হোপ ও পাওয়েলের প্রথম এসাইনমেন্ট এটি।
আগামি ২৮ ফেব্রুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে উইন্ডিজ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। ৮ মার্চ জোহানেসবার্গে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২১ মার্চ দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে যথাক্রমে ২৫, ২৬ ও ২৮ মার্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলঝারি জোসেপ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও ওডিন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ার্স (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলঝারি জোসেপ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাকয়, রেইমন রেইফার, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও ওডিন স্মিথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post