স্পোর্টস ডেস্ক:: ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনাল টিকমতো জমলো না। একক আধিপত্য দেখিয়ে মাত্র ৬৭ মিনটেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছেন ইগা শিয়ানটেক।
পাওলিনি কোনো প্রতিরোধই গড়তে পারেননি।এক ঘন্টার কিছু বেশিসময়ে ৬-২ ও ৬-১ সরাসরি সেটে তাকে হারিয়ে দেন শিয়ানটেক। যেভাবে লড়াইয়ের প্রত্যাশা করা হয়েছিলো তার কিছুই হয়নি।
টানা তৃতীয়বারের পাশাপাশি এ নিয়ে মোট চারবার ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা জিতলেন শিয়ানটেক। আর সব মিলিয়ে ক্যারিয়ারে জিতলেন পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম। ওপেন যুগে এত কম ম্যাচে কোনও নারী টেনিস খেলোয়াড় পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post