স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে গত রোববার নিউক্যাসলের মাঠে ৬-১ গোলে ভরাডুবি দেখেছিল টটেনহাম হটস্পার। সেই ধাক্কার দুঃস্মৃতি নিয়ে গতরাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে স্পার্সরা। ম্যাচটিতে অবশ্য প্রতিপক্ষকে জিততে দেয় নি তারা। ম্যান ইউর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন টটেনহাম।
ভীষণ খারাপ সময়ের মধ্যে থাকা টটেনহাম শুরুতে গোল খেয়ে বসে। সপ্তম মিনিটে মার্কাশ রাশফোর্ডের পাস ধরে বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান জর্ডান স্যানচো। ৪৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান প্রথম গোলের যোগানদাতা রাশফোর্ড। আসরে তার গোল হলো ১৬টি।
৫৬তম মিনিটে টটেনহাম পেয়ে যায় গোল। গোলমুখে হ্যারি কেইনের প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বল ধরে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন পেদ্রো পোরো। ৭৯তম মিনিটে সন হিউং-মিন ডান দিক থেকে কেইনের দারুণ পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে আছে ইউনাইটেড। দুই ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্ট পেছনে থেকে পাঁচে টটেনহাম। ৩৩ ম্যাচেই ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ অবশ্য ম্যানচেস্টার সিটির হাতে; দুই ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে আপাতত দুইয়ে আছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post