স্পোর্টস ডেস্ক:: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইরানে গেছে। ইরানি ক্লাব ইসতেগলালের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ আছে দলটির। তবে আন্তমহাদেশীয় এই টুর্নামেন্টের ম্যাচটি খেলতে দলের সঙ্গে ইরানে যাননি আল নাসরের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
দল গেলেও রোনালদো কেন যাননি এ নিয়ে নানা গুঞ্জন চলছে। ভিন্ন ভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন কারণ আসছে। একটি গণমাধ্যম জানিয়েছে, ইরানে গেলে দোররার শিকার হবেন রোনালদো। ইরানি আইনে এই শাস্তি পাবেন তিনি। সেজন্যই যাননি এই তারকা। ২০২৩ সালে ইরানে গিয়ে একটি ‘বিতর্কিত’ ঘটনার জন্ম দেন রোনালদো। ওই বছরের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে ম্যাচ খেলতে ইরানে যান তিনি। আল নাসরের হয়ে ওই সফরের সময় তেহরানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুমু খান। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে ইরানি কর্তৃপক্ষ।
ইরানের আইন অনুযায়ী রোনালদোর ওই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে পরিগণিত। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। এবার ইরান সফরে গেলে ওই ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি। সেজন্যই যাননি এমন দাবি করেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। তারা প্রতিবেদনে জানিয়েছে, শাস্তি এড়াতেই সিআর সেভেন ইরানে যাননি।
রোনালদোকে নেওয়ার জন্য আল নাসর ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিলো। তবে এএফসি সেই আবেদন প্রত্যাখান করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন আল নাসরকে স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত ভেন্যুতে গিয়েই খেলতে হবে।
অবশ্য স্পেনের আরেক দৈনিক এএস এক প্রতিবেদনে জানিয়েছেন ভিন্ন কারণ। তারা বলছে, ২০২৩ সালের ওই সফরের সময়ই রোনালদোদের অবস্থান করা হোটেলে বিপুলসংখ্যক ভক্ত-সমর্থক জড়ো হয়েছিলেন। সে সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তার শঙ্কার কারণেই এবার তাকে ইরানে নেওয়া হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০