স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফী বিন মোর্ত্তাজাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পায়ের পুরোনো চোটে ভুগছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সিলেট স্ট্রাইকার্সের এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে আবার নির্বাচন করেছেন। নড়াইল-২ আসন থেকে আবারও বিপুল ভোটে জিতে এমপি হয়েছেন।
এখন ঠিক কী অবস্থানে আছেন ম্যাশ, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। দীর্ঘদিন ধরে খেলার মধ্যে না থাকায় ফিট হওয়া নিয়েও প্রশ্ন আছে। বিপিএলের আগে তাই তাকে নিয়ে নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কয়টি ম্যাচ খেলবেন, না-কি পুরো আসরেই দেখা যাবে। সব মিলিয়েই খোলাসা হচ্ছিল না কিছু।
বুধবার দলের অনুশীলনে দেখা যায় ম্যাশকে। কিছু সময়ের জন্য আসেন তিনি, এরপর আবার চলে যান। কোনো অনুশীলনও করেননি। সন্ধ্যায় মাশরাফী বিন মোর্ত্তাজাকে অধিনায়ক ও মোহাম্মদ মিঠুনকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে। তবে ম্যাশকে নিয়ে ধোঁয়াশা কাটেনি।
প্রথম ম্যাচ থেকেই মাশরাফী খেলতে পারবেন কি না, সেটি ছিল বড় প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তর মিলেছে বৃহস্পতিবার। এদিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন সহ-অধিনায়ক মিঠুন। তিনি জানান কবে থেকে পাওয়া যাবে এই তারকাকে। অনুশীলন না করা কোনো বাঁধাও হবে না দলটির জন্য।
মিঠুন বলেন, ‘এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, উনি এভেইলেবল (প্রথম ম্যাচ থেকেই)।’
অনুশীলন না করে দলের সাথে মানিয়ে নেওয়া প্রসঙ্গে মিঠুন বলেন, ‘মাশরাফী ভাই শুধু এখন থেকে এরকম না, সবসময়ই এরকম। উনি দলের সঙ্গে এসে দ্রুতই মিশে যায়। (বুধবার) কালকে যখন বিকেলে উনি মাঠে এসেছেন, প্র্যাকটিস করেননি। কিন্তু পরে ১০/১৫ মিনিট দলের সঙ্গে ছিলেন, উনি কিন্তু দলের সঙ্গে ওভাবেই বন্ডিংসটা তৈরী করে নিয়েছেন। আমরা সবাই জানি মাশরাফী ভাই কেমন! উনার সঙ্গে এডজাস্ট করতে কোনো খেলোয়াড়েরই সমস্যা হওয়ার কথা না।’
উল্লেখ্য, বিপিএলের দশম আসরের উদ্বোধনী দিনেই শুক্রবার মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। গেল আসরের রানার্সআপদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post