স্পোর্টস ডেস্কঃ দিন যতই যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে অ্যাশেজ সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ঐতিহ্যবাহী এই সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজ সামনে রেখে কথার লড়াই বাড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
সেই উত্তাপ টের পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তবে কথার লড়াইয়ে নয়, মাঠের লড়াইয়ে নিজের আসল কাজটা করতে চান তিনি। জানিয়ে দিয়েছেন ভয়হীন ক্রিকেট খেলতে চান। নিজেদের সেরাটা উজাড় করে দিবেন। অ্যাশেজ সিরিজ পুনরোদ্ধার করার আশাও ব্যক্ত করেছেন।
তবে এর আগে সিরিজে কিছু স্মৃতি রাখতে চান তিনি। দিনশেষে দর্শক ও সমর্থকদের বিনোদন দিতে চান স্টোকস। জানিয়েছেন অধিনায়ক হিসেবে কাগজে-কলমে সময় দেন না বেশি, ড্রেসিং রুমেও কথা বলেন না খুব একটা। হুট করেই মাঠে যা প্রয়োজন, সেটা করে ফেলার চেষ্টা করেন।
স্টোকস বলেন, ‘আমরা ভয়হীনভাবে খেলব। নিজেদেরকে উজাড় করে দেব। আমরা কিছু স্মৃতি তৈরি করবো। আশা করছি ফল এমন হবে, যেন আমরা অ্যাশেজ ফেরাতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যাই হোক না কেন, আপনারা (দর্শক এবং সমর্থকরা) বিনোদিত হবেন।’
ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি কাগজ-কলমে খুব বেশি সময় দেই না। আর সত্যি বলতে ড্রেসিং রুমেও দীর্ঘ সময় ধরে কথা বলি না। আমি অনেকটা এরকম যে, চলো ছেলেরা, এটা করে ফেলে যাক। চলো উদাহরণ তৈরি করি। তবে আমি পরিষ্কারভাবে জানি, কী করার চেষ্টা করতে যাচ্ছি, তাতে ঝুঁকি কেমন। এটা আমার বা মাঠে নিজস্ব লক্ষ্যের চেয়ে বড় কিছু।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post