স্পোর্টস ডেস্ক:: ফ্রেঞ্চ কাপের ম্যাচটি পিএসজির হয়ে খেলার কথা ছিলোনা কিলিয়ান এমবাপের। কিন্তুু প্রতিপক্ষ দলের ফুটবলারদের অনুরোধ রাখতে খেলেছেন। আর তাতেই হ্যাটট্রিক করেছেন ফরাসি এইতারকা। ফ্রেহ্চ কাপের শেষ ৬৪’র ড্র’তে পিএসজির প্রতিপক্ষহয় রেভেল। ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাবটি।অপেশাদার ক্লাব।
ড্র’য়ের দিন নিজেদের প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে পেয়ে আনন্দে মেতে ছিলেন রেভেলের ফুটবলাররা। কিন্তু এমন অপেশাদার, ষষ্ঠ স্তরের ক্লাবের বিপক্ষে এমবাপে খেলেন কিনা সেটি নিয়ে শঙ্কা জাগে। রেভেলের ফুটবলাররা তাই এমবাপেকে ম্যাচটি কিছু সময়ের জন্য হলেও খেলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন।
কিলিয়ান এমবাপের মন ছুঁয়ে যায় সেই বার্তায়। স্বদেশী ক্লাবটির বিপক্ষে তাই খেলার সিদ্ধান্ত নেন। গত রাতে রেভেলের মাঠে পিএসজি ম্যাচটি জিতেছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন এমবাপে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কাস্ত্রেসে অবস্থিত রেভেলের মাঠে পিএসজির হয়ে গোলের শুরুটাই করেন এমবাপ্পে।
ফরাসি তারকা শুরু থেকেই খেলেন ম্যাচটি। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের পর ৪৫ ও ৪৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পিএসজির হয়ে ফ্রেঞ্চ কাপে সবচেয়ে বেশি ৩০ গোল এখন এমবাপ্পের। এছাড়াও একটি করে গোল করেন মার্কো আসেনসিও, গনসালো রামোস, রান্দাল কোলো মুয়ানি ও চের এনদুর। রেভেল পিএসজির জালে কোনো গোল করতে না পারলেও নিজেদের জালে আত্মঘাতী একটি গোল করেছে।
ম্যাচশেষে পিএসজি কোচ লুইস এনরিকে জানান, এমবাপ্পে নিজের ইচ্ছাতেই ষষ্ঠ স্তরের দলটির বিপক্ষে খেলেছেন, ‘কিলিয়ান খেলতে চেয়েছে। আর যখন সে নিজেই খেলতে চায়, সেখানে তেমন কিছু বলার থাকে না। আর সে যখন খেলে, তখন কোচিং স্টাফ, দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষ পর্যন্ত সবাই জিতে যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post