স্পোর্টস ডেস্কঃ বিগ ব্যাশের ম্যাচ দিয়ে ১৬ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টাননেল অ্যারন ফিঞ্চ। শেষটা ব্যাট হাতে রাঙাতে পারেননি। আউট হন শূন্য রানে। শনিবার বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩ বল খেলে রানের খাতা খোলতে পারেন নি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
ফিঞ্চ শূন্যতে আউট হলেও স্টার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ফিঞ্চের দল মেলবোর্ন রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য পেরিয়ে গেছে তারা ১৬ বল হাতে রেখে। ফলে আনন্দ নিয়েই বিদায় নিতে পেরেছেন এই অজি তারকা। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ফিঞ্চ। এরপর থেকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেই খেলছিলেন। বিগ ব্যাশের শুরু থেকে শুধু রেনেগেডসের হয়েই খেলেছেন ফিঞ্চ। ১৩ আসরের সবগুলোতে খেলেছেন তিনি।
ম্যাচের পর ফিঞ্চকে এক বিশেষ সম্মান দিয়ে বিদায় জানায় তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ফিঞ্চের ‘পাঁচ’ নম্বর জার্সির ছবি পোস্ট করে তারা জানায়, ফিঞ্চ চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। শুধু তাই নয়, অবসর দেওয়া হয় তাঁর ‘পাঁচ’ নম্বর জার্সিকে। মেলবোর্ন লিখেছে, ‘ধন্যবাদ ফিঞ্চ সবকিছুর জন্য। তুমি চিরকাল আমাদের ক্লাবের কাছে একজন কিংবদন্তি ক্রিকেটার হয়ে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post