নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের সেমিফাইনাল নিশ্চিত করলো সিলেট টাইটান্স। বিদেশী ক্রিকেট ক্রিস ওকসের শেষ বলে অবিশ্বাস্য ছক্কায় বিদায় হয়েছে রংপুর রাইডার্সের।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা রংপুরের ১১১ রানের জবাবে সিলেটের শেষ বলে প্রয়োজন ছিলো ছক্কা। ক্রিস ওকস অবিশ্বাস্য ভাবে শেষ বলে ছক্কা হাঁকিয়া সিলেটকে দ্বিতীয় সেমিফাইনালে তুলেন।
১১২ রানের টার্গেটে খেলতে নামা টাইটান্সরা শুরুটা করে হতাশা দিয়ে। ওপেনার তুষার ব্যক্তিগত দুই রানে ফিরেন সাজঘরে। রংপুরের বোলিংয়ে রানের চাকা খুব একটা সচল করতে পারেনি সিলেট। স্যাম বিলিংসের ইনিংস সর্বোচ্চ ২৯ রান, ইমন ও মিরাজের ১৮ করে রান সংগ্রহের পর শেষ বলে প্রয়োজন ছিলো ছয় রানের। ৪ বলে ১০ রান করা ক্রিস ওকস শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটের ফাইনালের আশা বাঁচিয়ে রাখেন। তিন উইকেটের হারে বিদায় নেয় রংপুর।
রাইডার্সের হয়ে মুস্তাফিজ ও আলিস ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা রংপুরকে শুরু থেকেই চাপে ফেলেন সিলেটের বোলাররা। খালেদ, ক্রিস ওকসদের বোলিং তোপে রানের চাকা সচল করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। দুটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন ২৬ বলের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ১৮ রান করেছেন নুরুল হাসান সোহান।
সিলেটের হয়ে খালেদ ৪টি, ক্রিস ওকস ও নাসুম ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































