স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার ক্রিকেট অবকাঠামো দেখে অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সাতজন কর্মকর্তা।
ক্রিকেট বিশ্বে অবকাঠামোগত দিক দিয়ে অস্ট্রেলিয়া অন্যতম একটি দেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্রেই দেশটির অবকাঠামো দেখতে বিসিবির সাতজন যাবেন দেশটিতে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের কাঠামো পরিদর্শন করবেন বিসিবির প্রতিনিধি দলের সদস্যরা। সেই অভিজ্ঞতা তারা কাজে লাগাবেন দেশের ক্রিকেট উন্নয়নে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ক্রিকেট পার্টনারশিপের আওতায় এই কার্যক্রমটি পরিচালিত হবে।
ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিভাগ থেকে বাছাই করে দক্ষ কর্মকর্তাদের নিয়ে গড়া হবে প্রতিনিধি দলটি। বিসিবির গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট, অর্থ এবং মার্কেটিং-কমার্শিয়াল বিভাগ থেকে প্রতিনিধি দলে থাকবেন কর্মকর্তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। অস্ট্রেলিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সফরের খরচ বহন করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post