স্পোর্টস ডেস্কঃ আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সার্কেলের ফাইনাল। ইংল্যান্ডের দ্য ওভালে ভারতের বিপক্ষে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে খেলা হওয়ায়, সাধারণত পেস নির্ভর উইকেটই দেখা যাবে।
তাই দুই দলের একাদশে পেসারদের আধিক্য থাকবে, সেটিই স্বাভাবিক। তবে এর মাঝে ভারতের একাদশে দুই স্পিনার দেখতে চান সাবেক অজি তারকা গ্রেগ চ্যাপেল। তিনি চান, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন, দুজনই একাদশে থাকুক। দুজনের বেশ প্রশংসা করেছেন চ্যাপেল।
চ্যাপেল বলেন, ‘আপনি যদি আমাকে জিগ্যেস করেন, আমি মনে করি ভারতের দুই স্পিনার খেলানো উচিত। ভারতের হয়ে অশ্বিন এবং জাদেজা দুজনই অসাধারণ এবং আপনাকে আপনার সেরা বোলারদের নিয়েই নামতে হবে।’
‘জাদেজা যদিও বেশি উইকেট নেয় না, তবে সে সেভাবে রান দেয় না এবং একপ্রান্ত আগলে রাখে। এটাই ফাস্ট বোলারদের স্বস্তি দেবে। আর টেস্টে গত কয়েক বছর ধরে জাদেজার বোলিং বেশ ভালো। আর অশ্বিনের ব্যাপারে যা বলব, সে এই প্রজন্মের অন্যতম সেরা একজন। সে অনেক গভীরে গিয়ে ভাবে যা তাকে আলাদা করে রাখে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post