নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই গর্জে উঠেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার এই পেসার নিজের প্রথম সাত ওভার বল করেই ফাইফার তুলে নেন। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের জ্বলে ওঠার দিনে বড় জয় পেয়েছে তাঁর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ।
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আজ অনায়াসে হারিয়েছে রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ৬ উইকেট আর ২২ ওভার হাতে রেখে ছুঁয়ে ফেলেছে মাশরাফীর দল। টুর্নামেন্টের এটি দলটির টানা চতুর্থ জয়। আগের তিন ম্যাচে দলটি মাশরাফীকে ছাড়াই হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সকে।
রূপগঞ্জের হয়ে আট ওভার বল করে ১৯ রানের খরচায় ৫টি উইকেট নেন মাশরাফী। লিস্ট এ ক্রিকেটে এ নিয়ে অষ্টমবার ফাইফার নিলেন তিনি। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জকে ভালো শুরু এনে দেন ইমরানুজ্জামান ও তাওফিক খান তুষার। দুজনের জুটি থেকে আসে ৪৪ রান। এরপর শেখ পারভেজ জীবনের দারুণ বোলিংয়ে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে এখান থেকে আর ক্ষতি হতে দেননি চৌধুরী রিজওয়ান ও শামীম হোসেন। পঞ্চম উইকেটে দুজনের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
এর আগে মাশরাফী যখন নিজের প্রথম উইকেট নেন তখন গাজী গ্রুপের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই দলটির সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post