স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ হারের সপ্তাহ না ঘুরতেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত। বৃহস্পতিবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে অজিরা। জস ইংলিসের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ২০৮ রানের বড় পুঁজি পায় সফরকারীরা। রান তাড়ায় সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পায় ভারত।
রান তাড়ায় এটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জয়। এর আগে এত বেশি রান তাড়া করে কখনো ম্যাচ জিততে পারেনি ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০ কে এগিয়ে গেলো স্বাগতিকরা। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘এটা উপভোগ করার মতো ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমরা অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছি, আমি শুধু ইশানকে বলেছি নিজের খেলা উপভোগ করো। আমরা জানতাম কী ঘটতে চলেছে। আমি আমার ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি। পরিবেশও দারুণ ছিল, ভক্তদের ধন্যবাদ। ছেলেরা কীভাবে তাদের ধৈর্য ধরে রেখেছে তা দেখতে ভালো লেগেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post