অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের সেমিতে রিয়াল মাদ্রিদ

0
62

স্পোর্টস ডেস্কঃ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের সেমি-ফাইনাল উঠল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের শেষ ম্যাচে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়া স্বাগতিকরা সমতায় ফেরে রদ্রিগোর নজরকাড়া গোলে। পরে করিম বেনজেমা দলকে এগিয়ে নেওয়ার পর জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস জুনিয়র। সেমি-ফাইনালে ওঠা অন্য তিন দল হলো- বার্সেলোনা, অ্যাথলেটিক বিলবাও ও ওসাসুনা। আগামী ৩০ জানুয়ারি ড্রয়ে নির্ধারিত হবে, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দল লিড পায় মোরাতার আলতো টোকায়। প্রথমার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল। ৬৯তম মিনিটে ফেদ্রিকো ভালভেরদের বদলি নামেন রদ্রিগো। ১০ মিনিট পর ম্যাচের দারুণ গোলটি করেন এই ব্রাজিলিয়ান। মদ্রিচের পাস ধরে অসাধারণ ড্রিবলে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে গোলটি করেন তিনি।

অতিরিক্ত সময়ের বড় ধাক্কা খায় অ্যাথলেটিকো। কামাভিঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার স্তেফান সাভিচ। একজন কম নিয়ে খেলা মাদ্রিদের দলটি পরে হজম করে দুই গোল। ১০৪ মিনিটে বেনজেমা কোনাকুনি শটে খুঁজে নেন ঠিকানা। ১২২ মিনিটে দানি সেবাইয়োসের পাস পেয়ে ডি-বক্সের লাইন ধরে আড়াআড়ি ছুটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here