স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) জয়ের দেখা পাচ্ছে না শাহরুখ খানের দল আবুধাবি নাইট রাইডার্স। প্রথম ম্যাচে হারের পর এবার তাদের পরাজয় গালফ জায়ান্টসের কাছে।
নিজেদের ঘরের মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে সঞ্চিত শর্মার তোপে পড়ে ৯ উইকেটে মাত্র ১১৪ রান করে আবুধাবি। সুবিধা করতে পারেনি দলটির ব্যাটাররা। সর্বোচ্চ ১২ বলে দুটি করে ছয় ও চারের মারে ২৬ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ২০ বলে ৩ বাউন্ডারিতে পল স্টার্লিং করেন ২০ রান। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরের স্পর্শ পায়নি।
৩ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট শিকার করেন সঞ্চিত। এছাড়া ৪ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান।
১১৫ রান তাড়া করতে নেমে অধিনায়ক জেমস ভিন্সের ফিফটিতে ৩৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে গালফ। ৪৪ বলে ৪টি করে চার ও ছক্কার মারে ৬৫ রান করে গালফের জয়ের ভিত গড়ে দেন ভিন্স। নারাইনের বলে বোল্ড হলেও জয়ে বেগ পেতে হয়নি তার দলকে। হেটমায়ার ১৪ ও ডেবিড ভিসে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আবুধাবির হয়ে অধিনায়ক নারাইন ৪ ওভারে ২১ রান খরচ করে ২ উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post