স্পোর্টস ডেস্কঃ টানা দুইবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হলো না ভারতের। এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরেছে ২০৯ রানের ব্যবধানে। হারের পর আইপিএলকে দোষারোপ করছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
আইপিএলের ১৬তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৮ মে। তবে বৃষ্টির কারণে তা গড়ায় ২৯ মে রিজার্ভ ডেতে। এর প্রায় এক সপ্তাহ পরেই ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হয়। আর ইংল্যান্ডের কন্ডিশনে মাত্র এক সপ্তাহ অনুশীলন করে ফাইনাল খেলা পর্যাপ্ত নয়।
ভারতের প্রধান কোচ দ্রাবিড় বলেন, ‘কোচ হিসাবে কখনই এ ধরনের প্রস্তুতি নিয়ে আমি খুশি হতে পারি না। কিন্তু এটাই বাস্তব। আমাদের মানতেই হবে। সূচি এতটাই কঠিন। দলের ক্রিকেটাররা জানে যে আন্তর্জাতিক ক্রিকেট এ ভাবেই খেলতে হয়।’
দ্রাবিড় আরো বলেন, ‘যদি তিন সপ্তাহ এখানে থাকতাম এবং দুটো প্রস্তুতি ম্যাচ খেলতাম তা হলে আরও ভালো প্রস্তুত হতে পারতাম। কিন্তু পরিস্থিতি সে রকম ছিল না। তাই যেটা পেয়েছি সেটা নিয়েই খুশি। কোনও অজুহাত দিতে চাই না। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। পাঁচ দিনই তারা আমাদের থেকে ভাল খেলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post