স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও একবার খেলার দারুণ সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। এবারের আসরেও প্রস্তাব দেওয়া হয়েছিল তাসকিনকে। ডানহাতি এই পেসারকে চেয়েছিল দুটি দল। সেই দলগুলো হলো কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস।
তাদের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করে জানতে চাওয়া হয়েছিল তাসকিনের কাছে, তিনি আসরের জন্য খেলতে পারবেন কিনা। প্রস্তাব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানতে চেয়েছিলেন তাসকিন। কিন্তু, বিসিবি তাকে ইতিবাচক সাড়া দেয়নি। আপত্তি থাকায় তাই প্রস্তাব লুফে নেওয়া হয়নি। নিলাম থেকে নাম সরিয়ে নিতে হয়েছে।
বিসিবি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চায় তাসকিনকে। সেই সিরিজের পর আবার আইপিএল খেলে ইনজুরিতে পড়ে, তাহলে সমস্যায় পড়বে। কারণ, ২০২৪ সালে আইপিএলের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিবেচনা করে তাসকিনকে এনওসি দিতে আপত্তি বিসিবির।
আপত্তি থাকায় তাসকিনেরও খেলা হচ্ছে না আগামী আসরে। এতে করে আর্থিকভাবে বড় ক্ষতির পাশাপাশি, জমজমাট টুর্নামেন্টে খেলতে না পারার আক্ষেপ দীর্ঘ হলো। এর আগেও আইপিএলের দলগুলো তাসকিনকে চেয়েছিল। তবে বিসিবির আপত্তি থাকায় খেলা হয়নি।
টানা আইপিএল খেলার সুযোগ মিসে, আক্ষেপ ঝরেছে তাসকিনের কন্ঠেও। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘এই নিয়ে তিন বার সুযোগ এলো (আইপিএলে খেলার)। এবারও মিস হলো। একটু খারাপ লাগেই। একজন খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post