স্পোর্টস ডেস্কঃ আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। সেখানে নাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারের। তবে সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের নাম নেই তালিকায়। এমনকি নেই গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা লিটন দাসের নামও।
সাকিব-লিটন দুজনকেই এবার কলকাতা নিলামের আগেই ছেড়ে দিয়েছিল। তবে পরবর্তীতে তারা আর নিলামের তালিকায় নাম দেন নি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকার ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের সাবেক এই তারকার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি। এই তালিকায় রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেডসহ অনেকে।
এদিকে মোট খেলোয়াড়দের মধ্যে ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার আইপিএলের নিলামে নাম জমা দিয়েছেন। বাকি ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার। প্রায় ১২শ ক্রিকেটারের মধ্যে ২১২ জন ক্রিকেটার কোনো না কোনো সময় জাতীয় দলে খেলেছেন। ৯০৯ জন ক্রিকেটার আনক্যাপড।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন— মুজিব-উর রহমান, শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, লকি ফার্গুসন, জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post