স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোববার রাতে দারুণ এক জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই। পাঁচ বারের চ্যাম্পিয়নদের হয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের পেসার ২.৫ ওভার বল করে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
আর এই দুই উইকেট শিকারে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে চলে গেছেন ফিজ। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চলে গেছেন এই বাঁহাতি পেসার। তবে মুস্তাফিজের মাথায় সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি রংয়ের টুপি উঠেনি। এর পেছনে কারণও আছে।
মুস্তাফিজের সমান ১৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন বুমরাহ। তিনি খেলেছেন ৯ ম্যাচ। এদিকে সমান ৯ ম্যাচে ১৪ উইকেট পেলেও তিনে আছেন হার্শাল প্যাটেল। সবাই সমান উইকেট পেলেও, তিন জনের এই সিরিয়াল নির্ধারণ হয়েছে ইকোনোমি রেটের কারণে। সবচেয়ে কম ৬.৬৩ ইকোনোমি রেট বুমরাহ’র। সেজন্যই তিনি সবার উপরে।
এদিকে দুই নম্বরে থাকা মুস্তাফিজের ইকোনোমি রেট ৯.৭৫। আর হার্শাল প্যাটেলের ইকোনোমি রেট ১০.১৮। সর্বোচ্চ উইকেট যার থাকবে, তিনিই পাবেন বেগুনি রংয়ের টুপি। তবে যদি সমান সংখ্যক উইকেট থাকে, তাহলে দেখা হবে ইকোনোমি রেট। যার যত কম ইকোনোমি রেট, তিনিই পাবেন বেগুনি রংয়ের টুপি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post