স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরে আর খেলা হবে না গ্লেন ম্যাক্সওয়েলের। অজি তারকাকে ফিরে যেতে হবে নিজ দেশে। অজি তারকা মূলত চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেছেন।
ম্যাক্সওয়েলের আঙুলে চোট ধরা পড়েছে। বুধবার চেন্নাই সুপার কিংসের মাঠে টসের আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানান, ম্যাক্সওয়েলের ইনজুরির কথা। এরপর আজ বৃহস্পতিবার পাঞ্জাব কিংস এক বিবৃতি দিয়ে ম্যাক্সওয়েলের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাঞ্জাব বিবৃতিতে জানিয়েছে, ‘আঙুলের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
চেন্নাইয়ের বিপক্ষে টসের সময় শ্রেয়াস বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে তার আঙুলে চিড় ধরেছে। আমরা এখনই তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমরা আমাদের দলের মানসিকতা ও একাদশের বাইরে যারা আছে, তাদের নিয়েই শক্তিশালী। আমাদের বৈচিত্রময় খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা তাদের নিয়েই লেগে থাকতে চাই।’
ম্যাক্সওয়েল যদিও খুব একটা ফর্মে নেই। সাত ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন তিনি। তবুও এমন তারকা যে কোনো দলের জন্যই প্রয়োজন। ম্যাক্সওয়েলরা যে কোনো সময় জ্বলে উঠতে পারেনি, গুরুত্বপূর্ন ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা।
ম্যাক্সওযেলকে ছাড়া পাঞ্জাব পরের দুটি ম্যাচ খেলবে ধর্মশালায়। ৪ মে লখনউ সুপার জায়ান্টস ও ৮ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দুটির জন্য পন্টিং বিবেচনায় রেখেছেন আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডি ও জাভিয়ের বার্টলেটকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০