স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ব্যাটিংয়ে ধুঁকছে। অধিনায়ক লিটন দাস আউট হয়ে হারিয়েছেন মেজাজ। উইকেটে ছুঁড়ে মেরেছেন ব্যাট। তার এমন কাণ্ডে অবাক ক্রিকেট সংশ্লিষ্টরা।
পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের ষষ্ট ওভারের শেষ বলে দলীয় ৫৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। অধিনায়ক লিটন দাস হাসান আলীর বলে হারিস রউফের হাতে ক্যাচ দেন। আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন উইকেটের দিকে।
টি-২০ সিরিজ জেতার জন্য বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা আগে ব্যাট করে ২০১ রান তুলেছে। সিরিজ বাঁচাতে হলে লিটন দাসের দলকে ২০২ রান করতে হবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করা পাকিস্তান হাসান নেওয়াজ ও ফারহানের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বোলারদের শাসন করেছে। টস জিতে ব্যাট করতে নামা দলটি চ্যালেঞ্জিং পূঁজি পেয়েছে। টাইগার বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতে উইকেট হারালেও পরক্ষণেই ঘুরে দাঁড়ায়। ১২ রানের উদ্বোধনী জুটি ভাঙে সিয়াম আয়ুবের রানআউটে। ৪ বলে ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ১০৩ রানের জুটি গড়েন মোহাম্মদ হারিস ও শাহিবাজাদা ফারহান। ১১তম ওভারের শেষ বলে দলীয় ১১৫ রানে হারিসের বিদায়ে ভাঙে সেই জুটি। চার চার ও দুই ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন তিনে নামা এই ব্যাটার।
হারিসের বিদায়ের ওপেনার ফারহানও বিদায় নেন। তবে তার আগেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ছয় চার ও চার ছক্কায় ৪১ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার বিদায়ের পর আজহা সালমান ও হাসান নেওয়াজ চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে পাকিস্তানের সংগ্রহকে দুইশোর ওপারে নিয়ে যান। দুই চার ও তিন ছক্কায় ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ১২ বলে ১৯ রান করেন অধিনায়ক সালমান আজহা। ৬ উইকেটে ২০১ রানে থামে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তানজীম সাকিব ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০