নিজস্ব প্রতিবেদক:: সাউথ আফ্রিকা ইর্মাজিং দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ইর্মাজিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে ইমার্জিং দলের অধিনায়ক করেছে ক্রিকেট বোর্ড।
দলে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পারফরম্যান্স করা ক্রিকেটারদেরকেও রাখা হয়েছে ইমার্জিং দলে। যুব দলের এক ঝাঁক তারকাকে নেওয়া হয়েছে এই দল।
ফারুক আহমদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ইমার্জিং দল, ‘এ’ দলের সিরিজ আয়োজনে বেশ তৎপর। ইতিমধ্যে জাতীয় দলের তারকা, দল থেকে বাদ পড়া তারকাদের নিয়ে ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে সিরিজ শুরু হচ্ছে। এরই মধ্যে ইমার্জিং দলের কার্যক্রমও শুরু হলো।
বাংলাদেশ ইমার্জিং দল:: আকবর আলী, মারুফুল ইসলাম, জিসান আলম, রায়হান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রতীম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমদ, ওয়াসি সিদ্দিকী, রাকিবুর হাসান, শেখ পারভেজ ইমন, মারুফ মির্দা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০