স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় কোনো আসরে ট্রফি জিততে পারছে না ভারত। ২০১৩ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বৈশ্বিক কোনো শিরোপা জিতেছিল দলটি। এরপর থেকে আজ পর্যন্ত দশ বছর ধরে শিরোপা খরা যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই সময়টাতে আবার দীপাক্ষিক সিরিজগুলোতে দারুণ করেছে ভারত। মাঝে হয়ে যাওয়া বৈশ্বিক আসরগুলোতে ফেবারিট হিসেবে শুরু করলেও, শেষ পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি মেন ইন ব্লু’রা। সবশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত।
এর আগের আসরেও ফাইনাল খেলে নিউজিল্যান্ডের কাছে হার দেখতে হয়েছে। সেমি ফাইনাল বা ফাইনালেই থেমে যায় ভারতের দৌড়। যা নিয়ে সবসময়ই হতাশ দেখা যায় দলের সমর্থক, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মাঝেও। অথচ, মাঠ ও মাঠের বাইরে খেলার আগে বরাবরই আগ্রাসন দেখা যায় ভারতের।
সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, আগ্রাসন থাকলেই হয় না শুধু, পারফর্ম্যান্সও থাকতে হবে। সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন, ম্যাচ জিততে হলে বড় রান করতে হবে প্রথম ইনিংসে। অতীতের উদাহরণ টেনেছেন, যখন তারা বিদেশের যেকোনো জায়গায় বড় রান করতেন।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আগ্রাসন ঠিক আছে, কিন্তু আপনার তো পারফর্ম্যান্স লাগবে। আপনি ২০০১ থেকে ২০০৬ সময়ের পাঁচ-ছয় বছর দেখেন, তাহলে দেখবেন ভারত বড় বড় ভেন্যুতে ৫০০-৬০০ করে রান করেছে। সেটা সিডনি, ব্রিসবেন, হেডিংলি, নটিংহ্যাম, ওভার, পেশওয়ার, ইসলামাবাদ কিংবা লাহোর হোক না কেন। এজন্য তারা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারতো।’
প্রিন্স অব কলকাতা আরও বলেন, ‘আমার মনে হয় ভারতকে কোথাও না কোথাও এটা করতে হবে। আমি বুঝতে পারি ক্রিকেট ১০ বছর আগে যা ছিল তা থেকে, পরিবর্তন হয়েছে। পরিস্থিতি এবং উইকেটের পরিবর্তন হয়েছে। কিন্তু ভারতকে প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করার দিকে খেয়াল রাখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post