স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। আইসিসি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে, খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশের ভেন্যু বদলের দাবিতে আইসিসিতে ভোট হয়েছে। তাতে ১৫ ভোটের মধ্যে মাত্র পাকিস্তানের ভোটটি পেয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে থেকে শুরু করে বাকী সব দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। সবাই একমত হয়, খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের অবস্থানেই আছে। ভারতে গিয়ে খেলবে না।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তবুও বাংলাদেশকে একদিন সময় দিয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে দল ভারত যাবে কিনা? সিদ্ধান্ত নিতে তাই আজ দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটার সঙ্গে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ ভারতে যাবে কিনা?
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































