স্পোর্টস ডেস্ক:: প্রায় দেড় দশক পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠার সম্ভাবনা জেগেছে বাংলাদেশের। ভুটানের বিপক্ষে আজ জিততে পারলেই সাফের সেমিফাইনালে যাবে জামাল ভুঁইয়ারা। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সেন্টারব্যাক তারিক কাজীকে।
ভুটানকে হারাতেই হবে নাকি ‘ড্র’ করলেও চলবে, সেটি এখনো নিশ্চিত নয়। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দিনের প্রথম ম্যাচে লেবানন-মালদ্বীপ মুখোমুখি হবে। সেই ম্যাচ শেষেই বাংলাদেশের সমীকরণ মিলবে? হারাতে হবে নাকি ‘ড্র’ করলেই চলবে। তবে বাংলাদেশ ভুটানকে হারিয়েই সেমিফাইনাল খেলতে চায়।
তারিক কাজী মালদ্বীপের বিপক্ষে দারুণ একটি গোল করেছেন। ওই ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে চোট পেয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। চোটে থাকায় আজ তিনি খেলবেন না।
তারিকের ইনজুরি নিয়ে বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে চায় না। ফলে আজকের ম্যাচে তাকে খেলানো হবে না। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। দলের এমন সিদ্ধান্ত সাংবাদিকদের নিশ্চিত করেছেন ম্যানেজার আমের খান।
ঢাকায় সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘তারিক কাল (আজ) খেলবে না। যদিও ওর গোড়ালির চোটের এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি, এখন ব্যথাও নেই। ফোলাও কমেছে। কিন্তু তারিককে খেলানোর ব্যাপারে দলের ডাক্তার ও ফিজিও ঝুঁকি নিচ্ছে না। তারাই ভুটান ম্যাচে তারিককে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারিক বলেছে সে সেমিফাইনাল খেলতে চায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post