নিজস্ব প্রতিবেদক:: দুই ওপেনারের শত রানের উদ্বোধনী জুটির দারুণ শুরুর পর বাংলাদেশ দল আট রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে আফগানিস্তানকে হারিয়েছে আট বল হাতে রেখে চার উইকেটে। আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে গেছে ছয় উইকেট হারিয়ে। তিন ম্যাচের টি-২০ সিরিজে লিড নিয়েছে টাইগাররা।
১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ তানজীদ তামিম ও পারভেজ ইমনের জোড়া হাফ সেঞ্চুরিতে ১০৯ রানের উদ্বোধী জুটি গড়ে। ৩৭ বলে চার চার ও তিন ছক্কায় ৫৪ রানের ইনিংস সর্বোচ্চ ইনিংস খেলেন পারভেজ ইমন। এরপরই বাংলাদেশ ভয় ধরিয়ে দেয় সমর্থকদের মনে।
আট রানের মধ্যেই ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। তিনটি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৫১ রান করেন তানজীদ তামিম। শুন্য রানে সাইফ হাসান, ৬ রানে জাকের আলী, শুন্য রানে শামীম ও তানজীম সাকিব ফিরেন সাজঘরে। ১৩ বলে ২৩ রানে সোহান ও ৯ বলে ১৪ রানে রিশাদ অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
আফগানিস্তানের হয়ে রশীদ খান চারটি উইকেট লাভ করেন।
এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বোলাররা অলআউট করতে পারেননি আফগানিস্তানকে। রহমানুল্লাহ গুরবাজ আর মোহাম্মদ নবীর ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আগে ব্যাট করা আফগানিস্তান ৯ উইকেটে তুলেছে ১৫১ রান। ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটিতে তুলে ২৫ রান। ইব্রাহিম জর্দানকে ১৫ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙান নাসুম। প্রথম উইকেট হারানোর পরই আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। পরপর দুই উইকেট তুলে নেয় টাইগাররা। ৩১ রানেই তিন উইকেট হারানো আফগানিস্তান অর্ধ শতকের আগেই হারায় চার উইকেট।
তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর ব্যাটে চ্যালেঞ্জিং পূঁজি পায় আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন গুরবাজ। তিন ছক্কা ও দুই চারে ৩১ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। চার ছক্কা ও এক চারে ২৫ বলে ৩৮ রান করেন নবী। ১৮ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ের ব্যাট থেকে। ১৭ রানে অপরাজিত থাকেন আশরাফ।
বাংলাদেশের হয়ে তানজীম সাকিব ও রিশাদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০