নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আরেকটি জয়ের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার খুলনা টাইগার্সকে বড় ব্যবধানে হারাল মোহাম্মদ মিঠুনের দল। মিরপুরে আগে ব্যাট করে ১৫৩ রান করে খুলনা। রান তাড়ায় হ্যারি টেক্টর ও রায়ান বার্লের ব্যাটে ৫ উইকেটের বড় জয় পায় সিলেট।
প্রথম ৫ ম্যাচেই হেরে যাওয়া সিলেট জয়ের স্বাদ পেল পরের চার ম্যাচের তিনটিতে। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে তারা, জিতেছে ৩টি ম্যাচে। যদিও এই ৩ জয়ই এসেছে সর্বশেষ ৪ ম্যাচে। দেরিতে হলেও মোমেন্টাম খুঁজে পাওয়ায় খুশি, খুলনা টাইগার্সের বিপক্ষে দলের জয়ের নায়ক হ্যারি টেক্টর। রান তাড়ায় শূন্য রানে দুই দফায় জীবন পেয়ে তিনি করেন ৫২ বলে ৬১ রান।
এই জয়ে সিলেট আত্মবিশ্বাস খোঁজে পেয়েছে বলে জানিয়েছেন দলটির ব্যাটার টেক্টর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে একটা জয়ের জন্যও আমরা মুখিয়ে ছিলাম। এবার কিছুটা মোমেন্টাম পেয়েছি। তিনটি জয়ের দেখাও পেয়েছি। সত্যি বলতে এভাবে খেলতে আমার পছন্দ না। এখানকার উইকেট একটু কঠিন। তবে উইকেটে খানিকক্ষণ থাকার পর বল ভালো ব্যাটে আসছিল, রান আসছিল। গত ৩ ম্যাচ ধরে ওপেনিং করছি, যেটা আগে কখনও করিনি। সম্ভবত ১০ বছর বয়সে সর্বশেষ ওপেন করেছিলাম। এরপর থেকে একবারও ওপেন করিনি। চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর। দলের কাজে আসার মতো পারফরম্যান্স করতে চেষ্টা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post