স্পোর্টস ডেস্ক:: ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে বহু চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে ব্রাজিলকে। অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ দিন। নানা দেন দরবার শেষে অবশেষে রিয়াল মাদ্রিদের চাকরি ছেড়ে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন। অথচ এরপরই বেফাঁস মন্তব্য করে বসলেন ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আনচেলত্তির নিয়োগের পর মন্তব্য করেছেন, দেশেও যোগ্য কোচ আছেন। এর আগেও তিনি ইতালিয়ান এই কোচকে নিয়ে মন্তব্য করে ছিলেন। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। ১৯৬৫ সালের পর সেলেসাওদের প্রথম বিদেশি কোচ তিনি।
চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না… তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য।’ তার এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে তুমুল সমালোচনা চলছে। আনচেলত্তির নিয়োগ অপছন্দ নাকি দেশীয় কোচদের সক্ষমতা বোঝাতে এমনটি বলেছেন লুলা, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।
এর আগে ২০২৩ সালে লুলা বলেছিলেন, ‘তিনি (আনচেলত্তি) কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?’
অবশ্য একদিন পরই সুর পাল্টিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন—প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০