স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজেও নেই দলটির তারকা অলরাউন্ডার রশিদ খান। সবশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন নাজিবউল্লাহ জাদরান ও আব্দুল রহমান। চোটের কারণে নেই মোহাম্মাদ সালিম।
এদিকে গত বিশ্বকাপে আফগান দলে রিজার্ভ তালিকায় থাকা গুলবাদিন নাইব ও ফরিদ আহমদ ডাক পেয়েছেন দলে। গুলবাদিন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। এছাড়া চলমান বিপিএল মাতানো আরও দুই আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবিও আছেন আফগানদের ঘোষিত ওয়ানডে দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান একমাত্র টেস্টে অভিষেক ইনিংসে ৪ উইকেট নেওয়া নাভিদ জাদরানও জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। এখন পর্যন্ত স্রেফ ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী এই পেসার। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে পাল্লেকেলেতে। এরপর ডাম্বুলায় তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, কাইস আহমদ, নুর আহমদ, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post