নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশাল জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা বাংলাদেশ দল। তবে এই ম্যাচ শেষ হতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হলো। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত সেই দলে ফিরেছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। পারফর্ম্যান্সের কারণে দুজনই বাদ পড়েছিলেন দল থেকে। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে রান পেয়েছেন দুজনই। চ্যাম্পিয়ন দলটির হয়ে দারুণ পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন এবার।
নাঈম শেখ ডিপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ১৬ ম্যাচ খেলে ১৬ ইনিংসে ৯৩২ রান করেছেন এই ওপেনার। ১ সেঞ্চুরির পাশাপাশি ১০টি ফিফটি হাঁকিয়েছেন। তবে বেশ কয়েকটি সেঞ্চুরি মিস করেন একেবারে কাছে গিয়ে। গড় ৭১.৬৯ আর স্ট্রাইক রেট ৯১.৬৪। আসরজুড়ে নাঈমের পারফর্ম্যান্স আলোচনায় ছিল। দলে ব্যাকআপ ওপেনারের প্রয়োজন ছিল। যার বদৌলতে ডাক পেয়েছেন আফগানিস্তান সিরিজে।
এদিকে আফিফও পারফর্ম করেছেন। মিডল অর্ডার ব্যাটিংয়ে আবাহনীকে শিরোপা জেতাতে সহায়তা করেছেন। ১৫ ম্যাচ খেলে ১৩ ইনিংসে ব্যাট করে ৫৫০ রান করেন আফিফ। আসরের দশম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে হাঁকিয়েছেন ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি। ব্যাটিং গড় ছিল ৫৫ আর স্ট্রাইক রেট ১১০.৬৬। গুঞ্জন ছিল এমন পারফর্ম্যান্সে আবারও আফগানিস্তান সিরিজে ডাক পেতে যাচ্ছেন আফিফ, সেটিই সত্যি হলো এবার।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post