স্পোর্টস ডেস্কঃ আবারও নিজ দেশ ইতালিতে কোচিংয়ে ফিরলেন আন্দ্রেয়া পিরলো। কিংবদন্তী ফুটবলার দায়িত্ব নিয়েছেন সিরি-বি’তে নেমে যাওয়া দল সাম্পদোরিয়ার। আনুষ্ঠানিকভাবে ক্লাবটির পক্ষ থেকে পিরলোকে কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সদ্য সমাপ্ত মৌসুমেই সিরি আ থেকে সিরি বি’তে নেমে গেছে সাম্পদোরিয়া। পিরলোর হাত ধরে আবার শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরতে চায় ক্লাবটি। এর জন্য দুই বছরের চুক্তি করা হয়েছে ৪৪ বছর বয়সী ফুটবলারের সাথে।
সবশেষ তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুকের দায়িত্ব পালন করেছিলেন পিরলো। ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী ফুটবলারের অধীনে তুরস্ক সুপার লিগে সপ্তম হওয়ায়, তাঁকে বরখাস্ত করা হয়েছে। গেল মে মাসে বরখাস্ত হওয়ার পর এবার মাসখানেকের মধ্যেই নতুন ক্লাবের ঠিকানা পেয়ে গেলেন সাবেক এই মিডফিল্ডার।
এর আগে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে ২০২০ সালে জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পিরলো। সেই বছরই জুভেন্টাসের মূল দলের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। দলকে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতাতে পারলেও, সিরি আ শিরোপা জেতাতে না পারায় বরখাস্ত করা হয় ক্লাব থেকে। এরপরই তুরষ্কের ক্লাবের দায়িত্ব নেন। সেখান থেকে বরখাস্ত হওয়ার পর এবার পুনরায় ফিরলেন ইতালিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post