স্পোর্টস ডেস্কঃ চলমান ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হার দেখতে হয়েছে উইন্ডিজের। এই হারের পরে ক্ষোভে ফুঁসছেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন স্যামি। হারে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এখনও আশা হারাচ্ছেন না স্যামি।
হারারে স্পোর্টস ক্লাবে ২৬৯ রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে উইন্ডিজের ইনিংস থেমেছে ২৩৩ রানে। ফলে ৩৫ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। নিজ দলের ক্রিকেটাররা জয়ের জন্য খেলেনি উল্লেখ করে ম্যাচটি জিম্বাবুয়েরই জেতা উচিত বলে মন্তব্য করেন স্যামি।
ম্যাচ শেষে সাবেক অধিনায়ক বলেন, ‘এই উইকেটে ২৬৯ রানের লক্ষ্য তাড়া করা উচিত ছিল। এই ব্যাপারগুলোই আমরা বদলানোর চেষ্টা করছি। অতীতেও এসব হতে দেখেছি আমরা এবং যে পথ ধরে আমি দলকে এগিয়ে নিয়ে যেতে চাই…আজকের পারফর্যান্স ছিল খুবই বাজে। ব্যাপারটি হলো দায়িত্ব নেওয়া এবং আজকে আমরা তা পারিনি। জয় তাই আমাদের প্রাপ্য ছিল না আজ।’
ক্ষোভ প্রকাশ করলেও আশার কথা শুনিয়েছেন স্যামি। তিনি বলেন, ‘আমি মনে করি, এখান থেকে ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে কোনো ভুল চলবে না। আমি জয় পেতে উৎসাহ দিয়ে যাবো। আশা করছি ছেলেরা সফল হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post